[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

গত ১৮ মাসে সব নির্বাচন স্বচ্ছ হয়েছে

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বার ২০২৩, ০২:১৫

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। ফাইল ছবি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ‘বিগত ১৮ মাসে প্রায় এক হাজার নির্বাচন হয়েছে। সে সব নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধি ও ভোটাররা কোনো অভিযোগ করতে পারেনি। সব নির্বাচন স্বচ্ছ হয়েছে।’

শনিবার (৯ সেপ্টেম্বর) যশোরের ঝিকরগাছা উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। খবর সমকাল।

নির্বাচন কমিশনার বলেন, ‘যশোরের সন্তান হিসেবে ঝিকরগাছাবাসীকে অগ্রাধিকার ভিত্তিতে এই স্মার্ট কার্ড প্রদান করলাম। স্মার্ট কার্ড নিয়ে ভোট দেবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন, যাকে খুশি তাকে নির্বাচিত করবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্প পরিচালক (দ্বিতীয় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান, যশোর জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল।

ঝিকরগাছা সম্মিলনী বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস। পরে প্রধান অতিথি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন।

 

বাংলা গেজেট/এফএস

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর