অনলাইন বেটিং অ্যাপসের ডেভেলপার এডমিনসহ গ্রেফতার ৩

অনলাইন মাধ্যম ব্যবহার করে জঙ্গি সংগঠনে অর্থায়ন ও অর্থ পাচার অপরাধী চক্রের জন্য বর্তমানে একটি সুকৌশল হয়ে উঠেছে। পুলিশের সাইবার ক্রাইম উইং, এন্টি টেররিজম ইউনিট এর একটি মনিটরিং সেল সাইবার মনিটরিং ও গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রতারক চক্রের সন্ধান পায়।
যারা অনলাইন ব্যাটিং এ্যাপস তৈরী ও পরিচালনার মাধ্যমে জন সাধারনের টাকা হাতিয়ে নিচ্ছে। চক্রটির সন্ত্রাসবাদে অর্থায়ন, মানি লন্ডারিংসহ অন্যান্য অপরাধে অর্থায়নে লেনদেনের সম্ভানার সূত্র দরে এগোয় সাইবার ক্রাইম সেলটি।
গত ০৭ ও ০৮ তারিখ রংপুর ও কুড়িগ্রামে অভিযান চালিয়ে আবুল কালাম ও সুজন মিয়া নামক ২ জনকে গ্রেফতারের পর জিঙ্গাসাবাদ ও তথ্য প্রমাণের ভিত্তিতে জঙ্গি সংগঠনে অর্থায়নের কোন সংশ্লিষ্টতা না থাকায় আইন অনুযায়ী মানুষকে ঠকিয়ে প্রতারনাপূর্বক অবৈধ ই-ট্রানজেকশেনর অভিযোগে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট ২০১৮ অনুযায়ী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় সাইবার ক্রাইম,
এন্টি টেররিজম ইউনিট এর উপ-পুলিশ পরিদর্শক মামুন মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা পরবর্তী অভিযান চালিয়ে দিনাজপুরের খানসামা এলাকা থেকে একই অপরাধে সংশ্লিষ্ট ভবানী রায় নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশের এই উইংটি।
আপনার মূল্যবান মতামত দিন: