[email protected] সোমবার, ২০শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

চিফ ফাইন্যান্স অফিসার নেবে রূপায়ন গ্রুপ

চাকরি ডেস্ক

প্রকাশিত:
৬ সেপ্টেম্বার ২০২৩, ১৯:১৬

ফাইল ছবি

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেশের শীর্ষ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপে। প্রতিষ্ঠানটিতে চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: রূপায়ন গ্রুপ।

পদ: চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও)।
পদসংখ্যা: একটি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স/এমবিএ ফিন্যান্স সম্পন্ন।

অতিরিক্ত যোগ্যতা: ব্যবসায়ীক এলাকা ও গ্রুপ অফ কোম্পানি, রিয়েল এস্টেট সর্ম্পকে অভিজ্ঞতা থাকতে হবে।

কাজের ধরন: সিইও/এমডি/চেয়ারম্যান এবং নির্বাহী ব্যবস্থাপনা দলের সদস্যদের কৌশলগত সুপারিশ প্রদান করা। ব্যবসায়িক ঝুঁকি বিশ্লেষণ এবং সেগুলো পরিচালনার ক্ষেত্রে মূল স্টেকহোল্ডারদের সাথে কৌশল তৈরি। দীর্ঘমেয়াদী ব্যবসা এবং আর্থিক পরিকল্পনার পরামর্শ দেওয়া। আর্থিক প্রক্রিয়া পরিচালনা এবং ব্যবস্থাপনা করা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, ফুল টাইম গাড়ি এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: পুরুষ।

বয়স: ৪৫-৫৫ বছর

কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৩। সূত্র: বিডিজবস

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর