[email protected] রবিবার, ১০ই নভেম্বর ২০২৪, ২৬শে কার্তিক ১৪৩১

চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নেবে এনআরবি ব্যাংক

চাকরি ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বার ২০২৩, ১৯:৩৩

ফাইল ছবি

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেশের বেসরকারি খাতের ব্যাংকিং প্রতিষ্ঠান এনআরবি ব্যাংক লিমিটেডে। প্রতিষ্ঠানটিতে ভিপি-ইভিপি বিভাগে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: এনআরবি ব্যাংক লিমিটেড।
বিভাগ: ভিপি-ইভিপি

পদ: চিফ ফাইন্যান্সিয়াল অফিসার।
পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত পাবলিক/প্রাইভেট বা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর বা এমবিএ।

অতিরিক্ত যোগ্যতা: প্রার্থীকে এফসিএ/এফসিএমএ পেশাদার সার্টিফিকেশন থাকতে হবে। সিএফও, ফিনান্স অফিসার হিসাবে অভিজ্ঞতা অগ্রাধিকার দেয়া হবে। কর্পোরেট আর্থিক আইন এবং ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। শক্তিশালী তত্ত্বাবধান এবং নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

কাজের ধরন: প্রবৃদ্ধি এবং মুনাফা নিশ্চিতে ব্যাংকের আর্থিক কৌশল, লক্ষ্য এবং পরিকল্পনা বাস্তবায়ন। ব্যাংকের বাজেট এবং আর্থিক অনুমান তৈরি করা। সঠিক এবং সময়োপযোগী আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা। ব্যাংকের ক্রেডিট, বাজার, তারল্য এবং অপারেশনাল ঝুঁকি চিহ্নিত করা, মূল্যায়ন করা এবং পরিচালনা করা ইত্যাদি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে সর্বোচ্চ ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে বেতন দেয়া হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং কোম্পানির রীতিনীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: ৫০ বছর।

কর্মস্থল: দেশের যে কোন স্থান।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৩। সূত্র: বিডিজবস

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর