[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

ডাটা এন্ট্রি অপারেটর নেবে বেক্সিমকো

চাকরি ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৩, ১৯:১৭

ফাইল ছবি

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেডে। প্রতিষ্ঠানটিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড।

পদ: ডাটা এন্ট্রি অপারেটর।
পদসংখ্যা: ২০০টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম যে কোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।
অতিরিক্ত যোগ্যতা: টেকনোলজি সম্পর্কিত ধারণা। নির্ভুল কাজ করার দক্ষতা। সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা। প্রার্থীকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। মাইক্রোসফট অফিসের (ওয়ার্ড) কাজে অভিজ্ঞ হতে হবে। কম্পিউটার পরিচালনায় এবং এ সংক্রান্ত হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনায় প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

কাজের ধরন: ফিল্ড থেকে ডাটা সংগ্রহ করা এবং যাচাই করা। স্ক্যানিং-এর মাধ্যমে ডেটা ডিজিটালাইজ করা। সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাইজড ডেটা যাচাই করা। সফটওয়ারে ডাটা ইনপুট করা। ফাইল সংরক্ষণ করা। কম্পিউটার হার্ডওয়্যারে প্রাথমিক মেইনটেনেন্স এবং ট্রাবলশ্যুটিং করা। কর্তৃপক্ষ কর্তৃক প্রদানকৃত অন্যান্য প্রাসঙ্গিক কাজ সম্পন্ন করা। অফিস সরঞ্জামাদির যথাযথ ব্যবহার নিশ্চিত করন এবং যে কোনো সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা।

বেতন: ৮,০০০-১০,০০০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতি অনুযায়ী সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: ২০-৩০ বছর।

কর্মস্থল: খুলনা, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৩। সূত্র: বিডিজবস

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর