[email protected] শনিবার, ১৮ই জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

৫০ দিনের আগেই প্রিলির ফল প্রকাশ করা হবে: পিএসসি

মর্নিং টাইমস

প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৪, ১৬:৪৩

ছবি সংগৃহীত

৫০ দিনের আগেই ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। তিনি বলেন, মান নিশ্চিত করেই সারাদেশে আজকের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (২৬ এপ্রিল) পরীক্ষা চলাকালীন ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

এর আগে আজ আজ শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ২০০ নম্বরের এই পরীক্ষা।

৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়ে। ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় বাছাই করা হবে ৫২০ জনকে। সব মিলিয়ে নেয়া হবে ৩১৪০ জনকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর