[email protected] শনিবার, ১৮ই জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

স্বাস্থ্য অধিদপ্তরে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক

প্রকাশিত:
২১ নভেম্বার ২০২৩, ১৫:৫০

ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) অপারেশনাল প্ল্যানের অধীন সারা দেশে ২৯টি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট ও এনএমইপি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরিতে ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৬
যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস অথবা মেকানিক্যাল ন্যূনতম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ইলেকট্রোমেডিকেল যন্ত্রপাতি পরিচালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: সাকল্যে মাসিক বেতন ৬০,০০০ টাকা।

২. পদের নাম: বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ২
যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক ন্যূনতম বিএসসি ইন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: সাকল্যে মাসিক বেতন ৬০,০০০ টাকা।

৩. পদের নাম: টেকনিশিয়ান
পদসংখ্যা: ২৯
যোগ্যতা: সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ন্যূনতম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: সাকল্যে মাসিক বেতন ২৫,০০০ টাকা।

৪. পদের নাম: অপারেটর
পদসংখ্যা: ১১৬
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাস। ছয় মাসের কারিগরি কোর্স অগ্রাধিকারযোগ্য। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮-৩০ বছর
বেতন: সাকল্যে মাসিক বেতন ২০,০০০ টাকা।

৫. পদের নাম: অ্যাকাউন্টস অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: ইউজিসি অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ন্যূনতম মাস্টার্স ইন অ্যাকাউন্টিং অথবা ফিন্যান্স ডিগ্রিধারী অথবা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ কর্তৃক প্রদত্ত চার্টার্ড অ্যাকাউনট্যান্ট (সিএ) ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জিএফএটিএম গ্র্যান্টের অধীন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার বছর সীমা শিথিলযোগ্য। সরকারি চাকরিতে পূর্বের বাস্তব অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। ইলেকট্রনিক যোগাযোগে পারদর্শিতা আবশ্যক। ‘ইন্টিগ্রেটেড সফটওয়্যার বেজড অ্যাকাউন্টিং সিস্টেম’ বিষয়ে পারদর্শী হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: সাকল্যে মাসিক বেতন ১,০০,০০০ টাকা।

৬. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট-ল্যাব
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার অনুমোদিত কোনো মেডিকেল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ডিগ্রি থাকতে হবে। মাঠপর্যায়ে কাজের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে রিপোর্ট লেখায় এমএস অফিসে পারদর্শী হতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন যেকোনো প্রতিষ্ঠানে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: সাকল্যে মাসিক বেতন ৫৫,০০০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর কল অথবা [email protected] ঠিকানায় ই- মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১, ২ ও ৫ নম্বর পদের জন্য ৬৬৯ টাকা; ৩ ও ৬ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর ২০২৩, দিবাগত রাত ১২টা পর্যন্ত। সূত্র: প্রথম আলো

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর