[email protected] সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, বেতন ৭৯ হাজারের বেশি

চাকরি ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৩, ১৮:৫২

ফাইল ছবি

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে অ্যাকাউন্টস স্পেশালিস্ট (ক্যাশ অ্যান্ড পেমেন্ট) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

পদের নাম: অ্যাকাউন্টস স্পেশালিস্ট (ক্যাশ অ্যান্ড পেমেন্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রি থাকতে হবে। সিএ কোর্স সমাপ্ত বা পার্টলি কোয়ালিফায়েড হতে হবে। আন্তর্জাতিক সংস্থা বা কোনো আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট/অ্যাকাউন্টিংয়ে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা রেসপন্স বা ইমার্জেন্সি প্রকল্পে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সমন্বয় ও যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস এক্সেলের কাজ অবশ্যই জানতে হবে। উপস্থাপনা ও নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: মাসিক বেতন ৬২,০০০ থেকে ৭৯,১৩০ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে করবেন

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, টিআইএন ও শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেটসহ এই [email protected] ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ আগস্ট ২০২৩। সূত্র: প্রথম আলো।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর