[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

জনবল নেবে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন

চাকরি ডেস্ক

প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৩, ১৩:৫১

ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪ ক্যাটাগরির স্থায়ী পদে ৬ষ্ঠ থেকে ১৬তম গ্রেডে ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রিসহ দারিদ্র্য বিমোচন বা ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় অষ্টম গ্রেডের পদে বা বেসরকারি পর্যায়ে ব্যবস্থাপক বা সিনিয়র উপজেলা ব্যবস্থাপক সমপর্যায়ের কমপক্ষে ৩৭,১৫০ টাকা বেতন পদে ৫ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

২. পদের নাম: মাঠ কর্মকর্তা
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. পদের নাম: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৫
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিরূপণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. পদের নাম: মাঠ সংগঠক
পদসংখ্যা: ৯০
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: ১ ও ৩ নম্বর পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২ নম্বর পদে দিনাজপুর, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, পাবনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

৪ নম্বর পদে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, পটুয়াখালী ও লালমনিরহাট জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়।

বয়সসীমা
সর্বোচ্চ বয়সসীমা ১ অক্টোবর পর্যন্ত গণনা করতে হবে। একই তারিখে ২, ৩ ও ৪ নম্বর পদের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থী বলতে এসএফডিএফে কর্মরত কর্মকর্তা বা কর্মচারী হতে হবে।

আবেদন যেভাবে করবেন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়া [email protected] ঠিকানায় ই-মেইল অথবা টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৭০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৮১ টাকাসহ মোট ৭৮১ টাকা এবং ২ থেকে ৪ নম্বর পদের জন্য ৪০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৪৬ টাকাসহ মোট ৪৪৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৫ থেকে ২৯ অক্টোবর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত। সূত্র: প্রথম আলো

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর