[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

খুলনা শিপইয়ার্ডে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বার ২০২৩, ১৮:২০

ফাইল ছবি

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড চুক্তি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে একজন চিকিৎসা কর্মকর্তা নেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: চিকিৎসা কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৩৩,৭২০-৫২,৪৮০ টাকা (আলোচনা সাপেক্ষে)
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

শর্ত: চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। চাহিদাকৃত অভিজ্ঞতার যথাযথ সনদ ও প্রমাণক আবেদনপত্রের সঙ্গে দাখিল ও পরবর্তীকালে প্রদর্শন করতে হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা: যোগ্যতা অনুযায়ী স্থায়ী হওয়ার সুযোগ। দেশ ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা। উৎসব বোনাস, নববর্ষ ভাতাসহ অন্যান্য ভাতা। খুশিলির অভ্যন্তরে পারিবারিক আবাসনের সুব্যবস্থা।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদন করতে হবে।

আবেদন ফি: ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, খুলনার অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা।

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৩। সূত্র: প্রথম আলো

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর