[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বিজিবিতে সিপাহি পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বার ২০২৩, ১৯:১৬

ফাইল ছবি

সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১তম ব্যাচে সারাদেশে সিপাহি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আজ রোববার আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পদ: সিপাহি।
পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।।

অতিরিক্ত যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি, নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি।

অন্যদিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

বেতন: ৯,০০০-২১,৮০০।

অন্যান্য সুযোগ-সুবিধা: বাড়ি ভাড়া,বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: পুরুষ ও নারী উভয় প্রার্থীদের বয়স হতে হবে ৭-১-২৪ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)।

জেলা কোটা: সকল জেলাসমূহ হতে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে। ভর্তি কোটার সংখ্যা সীমিত।

কর্মস্থল: দেশের যে কোন স্থান।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৩। সূত্র: বিজিবি ওয়েবসাইট

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর