[email protected] শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

ইমরান খানের কারাদণ্ডের রায় স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৩, ২৩:১০

ফাইল ছবি

তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেওয়া কারাদণ্ডের রায় স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি আমীর ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

রায়ের কপি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিচারপতি আমীর ফারুক। তবে ইমরান কবে বা কখন এ্যটক জেল থেকে মুক্তি পাবে তা এখনও স্পষ্ট নয়।

এর আগে পাকিস্তানের সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে গত ৫ আগস্ট ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ রুপি জরিমান ও ৫ বছর যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করেন।

রায় ঘোষণার দিনেই ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে রাখা হয় পাকিস্তানের কুখ্যাত এ্যটক কারাগারে। এতদিন সেখানেই বন্দি ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রেসিডেন্ট। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর