[email protected] বৃহঃস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

অবৈধ প্রবাসীদের জন্য সুসংবাদ আমিরাতের

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৪, ২১:৫৯

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আগামী রোববার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে দুই মাসের সাধারণ ক্ষমা। এই সময়ে বৈধ হতে পারবেন অবৈধ অভিবাসী বা প্রবাসীরা । পাশাপাশি দেশে ফিরতে চাইলে, তাদের জন্যও থাকছে দেশে ফেরার সুবিধা। তবে এজন্য গুণতে হবে না কোনো জরিমানা।

এবার অবৈধ প্রবাসীদের দেশে ফিরতে বিমান ভাড়ায় ছাড়ের ঘোষণা দিয়ে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, যেসব অবৈধ প্রবাসী দেশে ফিরে যেতে ইচ্ছুক তাদেরকে অন্যদের তুলনায় কম দামে বিমানের টিকিট দেয়া হবে।

খালিজ টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাতের রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের উপ-মহাপরিচালক মেজর জেনারেল ওবাইদ মুহুাইর বিন সুরোর। তিনি বলেছেন, আমিরাতের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেসব অবৈধ প্রবাসী দেশে ফিরতে চাচ্ছেন, কিন্তু অর্থাভাবে ফিরতে পারছেন না তাদের সহায়তা করবে এই সংস্থাগুলো। এদের মধ্যে এমিরেটস, ইতিহাদ এবং আল আরাবিয়াও রয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি)। সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে। অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন। এ ছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে; কিন্তু কাগজপত্র করা হয়নি। তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর