[email protected] শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৪, ১৪:৫৯

ছবি : সংগৃহীত

মধ্য এশিয়ার দেশ তাইওয়ানের পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৬ আগস্ট) এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে তাইওয়ানের হুয়ালিয়েন শহর ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তি সমতল থেকে ৯ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল।

এছাড়া বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতেও দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপরেই আবহাওয়া দফতরের কর্মকর্তরা আগামী কয়েক দিনের জন্য পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন।

ভূমিকম্পের জেরে শহরটিতে কম গতিতে রেল চলাচল অব্যাহত রয়েছে। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর