infomorningtimes@gmail.com রবিবার, ২৫শে জানুয়ারী ২০২৬, ১২ই মাঘ ১৪৩২

৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৪, ১৫:২৭

ছবি : সংগৃহীত

ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের পূর্ব উপকূলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৩ আগস্ট) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই।

ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি ভূমিকম্পে উপকূলীয় এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে ধারণা করছে। তবে আফটারশক হওয়ার আশঙ্কা করছে।

ফিলিপিন্স দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার'-এ অবস্থিত। তাই এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্প সাধারণ ঘটনা। গত জুলাইয়ে ফিলিপিন্সে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর