[email protected] শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২

যুক্তরাজ্যে ছুরি হামলায় দুই শিশু নিহত

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৪, ১৬:২২

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের সাউথপোর্ট এলাকায় ছুরি হামলায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ৯ জন। সোমবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে সাউথপোর্টে শিশুদের একটি নৃত্যশালায় এই ছুরি হামলা চালানো হয়।

আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় হাসপতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনাকে মর্মান্তিক বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ঘটনার পরপর হামলায় জড়িত সন্দেহে ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করে পুলিশ। সন্দেহভাজনের কাছ থেকে একটি ছুরি জব্দ করে পুলিশ। ছুরি হামলার পেছনে প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর