[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

ছাত্রদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৮ জুলাই ২০২৪, ১৫:৪৫

ছবি : সংগৃহীত

সরকা‌রি চাক‌রি‌তে কোটা সংস্কা‌রের দাবিতে আন্দোলনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং গুলি করে ছাত্র হত্যার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও গবেষকরা।

বুধবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করেন সেখানে অধ্যয়ণরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

এদিন বিকেলে টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশী স্টুডেন্টস এন্ড স্কলার্স -এবিএসএস এর সদস্যরা। মানববন্ধনে অংশ নেন সংগঠনের উপদেষ্টা, কমিটির সদস্যসহ শতাধিক শিক্ষার্থী ও গবেষক। এ সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন তারা।

সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কার ও চলমান শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ডও প্রদর্শণ করেন মানববন্ধনকারীরা। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে কোটা প্রথার সমালোচনা করে তা দ্রুত সংস্কারের দাবি করা হয়। আন্দোলনে নিহত শিক্ষার্থীদের শহীদ আখ্যায়িত করে এক মিনিট নিরবতা পালন করেন তারা।

এদিকে একই দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্রের নর্দার্ন ইলিনয়, বিংহামটন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডা, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া, ইউনিভার্সিটি অব টলেডো, ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাস, ইউনিভার্সিটি অব আলাবামাসহ বিভিন্ন ক্যাম্পাসে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর