[email protected] সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

আরও দুই মামলায় জামিন পেলেন ইমরান খান

Abdur Rahman

প্রকাশিত:
৩১ মে ২০২৪, ১৮:৩৪

ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান আরও দুই মামলায় খালাস পেয়েছেন। গত বছরের ৯ মে’র দাঙ্গাসংক্রান্ত দুই মামলায় তাকে খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত এ রায় দেন। খবর ডনের

জেলা ও দায়রা আদালত রায়ে বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত প্রমাণ হাজির করতে না পারায় ইমরান খানকে খালাস দেয়া হয়েছে।

এর আগে, গত বছরের ৯ মে’র দাঙ্গাসংক্রান্ত দুটি মামলায় গত ১৫ মে খালাস পেয়েছিলেন ইমরান খান। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সাহিব বিলাল তার খালাসের আদেশ জারি করেছিলেন। তিনিই দাঙ্গার মামলাগুলোকে চ্যালেঞ্জ করে প্রাক্তন প্রধানমন্ত্রীর আবেদন মঞ্জুর করেছিলেন। ইমরানের বিরুদ্ধে ওই দুটি মামলাই ইসলামাবাদের খান্না থানায় দায়ের করা হয়েছিল।

এছাড়া, গত ২০ মে সহিংসতার দুটি মামলা থেকে খালাস পান ইমরান খান ও তার দল পিটিআইয়ের নেতারা। গত বছরের ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশব্যাপী সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তখন সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায়ও হামলা হয়। ওই সহিংসতার ঘটনায় বিভিন্ন অভিযোগে ইমরানসহ পিটিআই নেতাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার হন হাজার হাজার পিটিআই নেতা-কর্মী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর