[email protected] সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

এমপি আনার হত্যার তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেয়ার দাবি বিজেপির

মর্নিং টাইমস

প্রকাশিত:
২৪ মে ২০২৪, ১৭:১৫

ছবি সংগৃহীত

ভারতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নিরাপত্তা ভয়ংকর পরিস্থিতিতে পৌঁছেছে, রাজ্যের ভূমিকা প্রশ্নের মুখে। শুক্রবার (২৪ মে) তিনি এ কথা বলেন।

পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গ পুলিশ ও সিআইডির দ্বারা তদন্ত প্রক্রিয়া গতি না পেলে তদন্তভার কেন্দ্রীয় এজেন্সি কাছে তুলে দেয়ার দাবি জানান বিজেপির এই নেতা।

গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য ভারতে যান। এরপর তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। ভারতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানার ১৭/৩ মণ্ডল পাড়া লেনের বাসিন্দা ও তার দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন।

মূলত ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই বাংলাদেশ থেকে ভারতে যান তিনি। পরে ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হন। ওইদিন সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরবর্তীতে গত ১৮ মে বারানগর থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন গোপাল বিশ্বাস।

এদিকে আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি। ওই তিনজকে আজ আজ আদালতে তোলা হবে। আদালতে তুলে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ মে) ডিবির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর