[email protected] রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

হজ্ব যাত্রীদের বিমানের ইঞ্জিনে আগুন

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ২১:২৪

ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার একটি বিমানবন্দর থেকে সৌদি আররেব উদ্দেশে আকাশে উড়াল দেয়ার পরপরই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ দেখার সঙ্গে সঙ্গে বিমানটি জরুরি অবতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন পাইলট। এতে এবারের মতো প্রাণে রক্ষা পেয়েছেন বিমানের ৪৬৮ জন আরোহী। খবর গালফ নিউজের।

বুধবার (১৫ এপ্রিল) ভয়াবহ এই ঘটনা ঘটেছে। গারুদা ইন্দোনেশিয়া এয়ারলাইনের বিমানটি দেশটির মাকাসার বিমানবন্দর থেকে সৌদির মদিনা শহরে যাওয়ার কথা ছিল। পথিমধ্যে আকাশে উড্ডয়নের পর পর এর ইঞ্জিনে আগুন ধরে যায়। ফলে স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে মাকাসার বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে।

গারুদা ইন্দোনেশিয়া এয়ারলাইনের পরিচালক ইরফান সেটিয়াপুত্র বলেছেন, বিমানের একটি ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ দেখার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের সমস্যার কথা বিবেচনা করে পাইলট ইন কমান্ড বিমানটি জরুরি অবতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই বিমানে ৪৫০ জন যাত্রী এবং ১৮ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে অনেকে হজযাত্রী ছিলেন। পরে তাদের বুধবারই সৌদি আরবে আরেকটি বদলি ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে।

গারুদার এয়ারলাইনের ৬০ শতাংশ মালিক হলো ইন্দোনেশিয়া সরকার। করোনোর সময় সংস্থাটি বিশাল লোকসানের মুখে পড়েছিল। মহামারির সময় বিশ্বজুড়ে ভ্রমণ বিধিনিষেধ ও যাত্রী চাহিদা কম থাকায় সংস্থাটির বেশিরভাগ বিমান বসিয়ে রাখতে হয়েছিল। এ ছাড়া ওই সময় গারুদার শত শত কর্মচারীকে ছাঁটাই করা হয়েছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর