প্রকাশিত:
৫ মে ২০২৪, ২৩:৪৯
ব্রাজিলে গত কয়েক দিন ধরে অব্যাহত বন্যায় মৃত্যু বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন ৭৪ জন। নিখোঁজ রয়েছেন অন্তত ৭০ জন। ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশটি।
এই প্রাকৃতিক বিপর্যয়ে ঘরছাড়া হয়েছে প্রায় ৭০ হাজার মানুষ। অন্তত ৪৯৭টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সেদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর পোর্তো আলেগ্রের অবস্থা অত্যন্ত খারাপ।
ব্রাজিলের বহু শহরের রাস্তা নদীতে পরিণত হয়েছে। ভেঙে গেছে বহু সেতু ও পথ। নেমেছে ভূমিধস। আরও একদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে ব্রাজিলের উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলে। তবে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করায় এ আশঙ্কা কিছুটা কমেছে।
ঘরছাড়াদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। সেই সঙ্গে বন্যায় ডুবে থাকা এলাকায় আরও কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রয়টার্স।
মন্তব্য করুন: