[email protected] সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

হঠাৎ থাই পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

মর্নিং টাইমস

প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৪, ২২:০৯

ছবি সংগৃহীত

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা পদত্যাগ করেছেন। রোববার (২৮ এপ্রিল) তিনি দেশটির প্রধানমন্ত্রীর কাছে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর রয়টার্সের।

সম্প্রতি থাই সরকারের মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন নেতৃত্বাধীন নতুন এই মন্ত্রিসভার অনুমোদনও দিয়েছেন থাইল্যান্ডের রাজা। তবে এতে পার্নপ্রিকে শুধু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রাখা হয়। যদিও এতদিন তিনি দেশের উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

থাই সরকারের মুখপাত্র চাই ওয়াচারোঙ্কে রয়টার্সকে বলেছেন, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রির পদত্যাগপত্র পেয়েছেন। তবে তার পদত্যাগের কারণে দেশের পররাষ্ট্র সম্পর্কিত কার্যক্রমের ওপর কোনো প্রভাব পড়বে না। কেননা পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ও অন্য কর্মকর্তারা তার পরিবর্তে কাজ করতে পারবেন।

তবে এই বিষয়ে মন্তব্য জানতে পার্নপ্রির এখনো সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর