infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

মর্নিং টাইমস

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৪, ২১:৪৫

ছবি সংগ্রহীত

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে ইসরায়েলে। হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে রাজধানী তেলআবিবে হাজারও মানুষ বিক্ষোভ করছেন। স্থানীয় সময় শনিবার (২০ এপ্রিল) তেলআবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এ বিক্ষোভ হয়।

বিক্ষোভকারীরা হামাসের হাতে বন্দি থাকা ১৩৩ জিম্মিকে মুক্ত করতে ইসরায়েল সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ জানান। জিম্মিদের পরিবারের সদস্যরাও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।

নেতানিয়াহু আগাম নির্বাচন আয়োজনে অস্বীকৃতি জানিয়ে আসছেন। যুদ্ধের মাঝখানে নির্বাচনে যাওয়া হামাসকে জিতিয়ে দেওয়া বলে যুক্তি দেখান তিনি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে যান হামাসযোদ্ধারা। গত নভেম্বরের যুদ্ধবিরতির বিনিময়ে কিছু জিম্মিকে মুক্ত করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর