প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৪, ২০:০০
হরমুজ প্রণালির কাছে একটি কন্টেইনার জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটির আংশিক মালিকানা একজন ইসরাইলি ব্যবসায়ীর বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি ইসরাইল–সংশ্লিষ্ট জাহাজ এমএসসি অ্যারাইস জব্দের কারণ জানিয়েছেন। তিনি বলেন, সমুদ্র আইন ভঙ্গ করায় জাহাজটি জব্দ করেছে ইরান।
ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, প্যারামিলিটারি কমান্ডোরা হেলিকপ্টার থেকে পর্তুগালের পতাকাবাহী জাহাজ এমএসসি অ্যারাইস অবতরণ করেছেন। জাহাজটির ক্রু সংখ্যা ২৫।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, জাহাজটির সঙ্গে ইসরাইলের যোগসাজশ রয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
কানানি আরও বলেন, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে ইরান জাহাজ চলাচলের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে চায়। পর্তুগিজ পতাকাবাহী জাহাজটির গতিপথ বদলে ইরানের আঞ্চলিক জলসীমায় পাঠানো হয়েছে।
সমুদ্র আইন লঙ্ঘন ও ইরান সরকারের প্রশ্নের উত্তর না দেওয়ায় জাহাজটিকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
পর্তুগিজ সরকারের মতে, এমএসসি অ্যারাইস নামক জাহাজটি জোডিয়াক মেরিটাইম লিমিটেড কোম্পানি পরিচালনা করে থাকে। এ কোম্পানিটির সদর দপ্তর লন্ডনে অবস্থিত। জাহাজটিতে পর্তুগিজ কোনো নাগরিক থাকার তথ্য নেই।
জাহাজটি পরিচালনা করা প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইম এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি ব্যবসায়ী ইয়াল ওফারের আংশিক মালিকানা রয়েছে জাহাজটিতে।
ইসরাইলে গত শনিবার রাতভর তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার জবাবেই এ হামলা চালানো হয়েছে বলে ইরান জানিয়েছে।
মন্তব্য করুন: