[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

ওমরা পালনকারীদের যে নির্দেশনা দিল সৌদি আরব

মর্নিং টাইমস

প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৪, ১৫:৪৬

ছবি : সংগৃহীত

পবিত্র নগরী মক্কায় ওমরা পালনকারী মুসল্লিদের মাস্ক পরিধানের নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে শনাক্তের পর এই নির্দেশনা দেওয়া হয়েছে। খবর গালফ নিউজের

করোনার নতুন ভ্যারিয়েন্ট যেন ছড়িয়ে না পড়ে এজন্য গ্রান্ড মসজিদ এবং মসজিদে নববীতে অবস্থানকারী মুসল্লিদের মাস্ক পরিধান করতে বলা হয়েছে।

সৌদি আরবের পাবলিক সিউরিটি পরিচালক, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বার্তায় এ নির্দেশনা দেন। এক সপ্তাহ আগে সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা ভাইরাসের নতুন ধরণ জেএন.১ শনাক্ত হয়েছে। তবে এ নিয়ে উদ্বেগের কিছু নেই।

করোনা মহামারি শেষ হওয়ার পর পবিত্র নগরী মক্কা এবং মদিনায় মুসল্লিদের ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি কর্তৃপক্ষ। গত বছর করোনা নিষেধাজ্ঞা না থাকার কারণে ১৮ লাখ মুসল্লি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমন করেন। গত তিন বছর করোনার কারণে নিষেধাজ্ঞা থাকায় অনেকে হজে যেতে পারেননি। তবে গত বছর কোনো নিষেধাজ্ঞা ছিল না।

পবিত্র হজ শেষ হওয়ার পরই ঘোষণা করা হয় ওমরা হজের মৌসুম। এ সময়ে পবিত্র দুই নগরীতে প্রায় লাখ লাখ মুসল্লি ভ্রমণ করে থাকেন।


সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরা মৌসুমে প্রায় ১০ লাখ মুসল্লি পবিত্র দুই নগরী মক্কা ও মদিনা ভ্রমণ করের। গত বছরের ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার নতুন ধরণ নিয়ে সতর্ক করার পর সৌদি কর্তৃপক্ষ আবারও মাস্ক পরার নির্দেশ দিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর