প্রকাশিত:
১২ ডিসেম্বার ২০২৩, ১৭:৫৬
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পশ্চিমা কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন বলে দাবি করেছেন রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের (এসভিআর) প্রধান সের্গেই নারিশকিন।
পশ্চিমারা কেন তাকে আর চাইছে না এর বেশ কয়েকটি কারণের কথাও বলেছেন তিনি। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো পশ্চিমাদের স্বার্থের ব্যাপারে জেলেনস্কির অনমনীয় মনোভাব। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
এসভিআরপ্রধানের দাবি, পশ্চিমারা মনে করছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নিজেকে আপসহীন নেতা হিসেবে তুলে ধরতে অনেক বেশি দূর চলে গেছেন জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে বিরোধ প্রশমনের ক্ষেত্রে সম্ভাব্য আলোচনায় তাকে আর প্রয়োজন মনে করা হবে না।
তিনি বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যমতে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে যেভাবে মোড় নিচ্ছে খুব শিগগিরিই সংঘাত বন্ধের প্রয়োজন হতে পারে। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন মস্কোর সঙ্গে আলোচনার টেবিলে না বসার ঘোষণা দিয়ে রেখেছেন জেলেনস্কি।
নারিশকিন বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করার প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনে ব্যাপক দুর্নীতি, বিদেশি মিত্রদের সঙ্গে কাজ করার সময় তাদের অসম্মান, এসব কারণে তাকে সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে পশ্চিমারা।
জেলেনস্কিকে সরিয়ে কাকে ইউক্রেনের প্রেসিডেন্ট পদে বসানো যায়, তা নিয়ে ব্রাসেলসে গত নভেম্বরের ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের এক ফাঁকে আলোচনা হয়েছে বলেও দাবি করেন রুশ গোয়েন্দাপ্রধান। এই নামের তালিকায় রয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি, সামরিক গোয়েন্দাপ্রধান কিরিল বুদানভ, প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রে এরমাক। এমনকি কিয়েভের মেয়র ও সাবেক বক্সার ভিটালি ক্লিটসকোকেও বিবেচনা করছে পশ্চিমারা।
মন্তব্য করুন: