[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

ফিলিপাইনে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
৩ ডিসেম্বার ২০২৩, ০১:০৫

সংগৃহীত ছবি

দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাওতে শনিবার ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর এক মিটার বা তার বেশি সুনামি ঢেউয়ের সতর্কতার কারণে কিছু এলাকা ও দক্ষিণ-পশ্চিম জাপানী উপকূল থেকে লোকদের সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

ফিলিপাইন সিসমোলজি এজেন্সি ফিভোল্কস জানিয়েছে, ঢেউগুলো মাঝরাতে ফিলিপাইনে আঘাত করতে পারে এবং তা কয়েক ঘণ্টা ধরে চলতে পারে।

ইউএস সুনামি সতর্কীকরণ ব্যবস্থা বলেছে, কিছু ফিলিপাইনের উপকূলে জোয়ারের স্তরের ওপরে ৩ মিটার পর্যন্ত ঢেউ হতে পারে

ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩২ দশমিক ৮ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।

জাপানি সম্প্রচারকারী এনএইচকে জানিয়েছে, এক মিটার পর্যন্ত সুনামির ঢেউ জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে ৩০ মিনিটের মধ্যে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর