[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

গাজায় একদিন বাড়ল যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
৩০ নভেম্বার ২০২৩, ১৪:৩৩

সংগৃহিত ছবি

কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরো একদিন বাড়ানো হয়েছে। এ নিয়ে তৃতীয় দফায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলো। 

আল অ্যারাবিয়ার খবরে বলা হয়েছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি আরো একদিন অব্যাহত থাকবে। এ বিষয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তি হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। তবে চুক্তির ক্ষেত্রে শর্ত থাকবে বলে জানানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার হামাসও বলেছে, তারা গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী আগেই বলেছিল, হামাসের সাথে যুদ্ধবিরতি বাড়ানো হবে যাতে মধ্যস্থতাকারীদের গাজায় আটক জিম্মিদের মুক্ত করার কাজ চালিয়ে যেতে পারে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী সময়সীমা নির্দিষ্ট করে বলেনি। মধ্যস্থতাকারী দেশ কাতারও বৃহস্পতিবার যুদ্ধবিরতি বাড়ানোর  বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলা গেজেট/এফএস

 


 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর