[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

যুদ্ধবিরতি বাড়বে, আশাবাদী জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৩, ১৯:৩১

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল এবং হামাসের মধ্যকার যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে আশা প্রকাশ করেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) তিনি এ যুদ্ধবিরতি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

শনিবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়েছে, এক সংবাদ সম্মেলনে গত শুক্রবার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেছিলেন।

প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি মনে করি বাস্তবে এর সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিস্তৃত কূটনৈতিক তৎপরতার ফলে গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতির চুক্তি হয়েছে এবং আজ সকাল থেকে তা কার্যকর হয়েছে । আমি সকালেই ওই অঞ্চলের অনেক নেতার সঙ্গে টেলিফোনে কথা বলে এ সম্পর্কে নিশ্চিত হয়েছি এবং আশা করছি, এই বিরতির মেয়াদ আরও বাড়বে।’

ইসরায়েল-হামাস যুদ্ধ কতদিন স্থায়ী হবে সে সম্পর্কে জানতে চাইলে বাইডেন বলেন, ‘আমি জানি না ঠিক কতদিন তা বাড়তে পারে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব বিশ্ব যেভাবে অগ্রসর হচ্ছে এই যুদ্ধের ধ্বংসযজ্ঞ হ্রাস করতে যেভাবে বিভিন্ন দিক থেকে চাপ প্রয়োগ করছে, তাতে আশা করা যায় যে শিগগিরই সেখানে যাবতীয় সংঘাতের অবসান আমরা ঘটাতে পারব।’

প্রসঙ্গত, যুদ্ধবিরতির শর্তাবলীর অধীনে, ইসরায়েলের ৫০ জন নারী ও শিশু জিম্মিকে চার দিনের মধ্যে মুক্তির বিনিময়ে ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশু ইসরায়েলি সেনা বাহিনী মুক্তি দিবে । তবে ইসরায়েল বলেছে, প্রতিদিন ১০ জন করে জিম্মি মুক্তি দিলে তারা যুদ্ধবিরতি বাড়াবে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর