[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

গাজায় নারী-শিশু হত্যা বন্ধ করতে হবে: ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৩, ১৬:০০

ছবি: সংগৃহীত

গাজায় নারী, শিশু ও নবজাতক হত্যা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মঙ্গলবার (১৪ নভেম্বর) কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গত ৭ অক্টোবর থেকে প্রায় দেড় মাস ধরে গাজা ভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর গতকালই (মঙ্গলবার) প্রথম ইসরায়েলের সবচেয়ে তীব্র সমালোচনা করলেন ট্রুডো।

সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘আমি ইসরায়েল সরকারকে সর্বোচ্চ সংযম দেখানোর অনুরোধ করছি। টিভিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব দেখছে। আমরা চিকিৎসক, পরিবারের সদস্য, বেঁচে যাওয়া ব্যক্তি, মা-বাবা হারানো শিশুদের কথা শুনছি। নারী, শিশু, নবজাতক হত্যার এই ঘটনা বিশ্ব দেখছে। এটা বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হামাসকে বন্ধ করতে হবে। সব জিম্মিকে মুক্তি দিতে হবে।’

গাজা থেকে প্রায় ৩৫০ কানাডীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা ও পরিবারের সদস্যদের স্থানান্তর করা হয়েছে বলেও জানান ট্রুডো।

অন্যদিকে ইসরায়েলের ভাষ্য, হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। পাশাপাশি দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস। হামাসের এ হামলার পর থেকে কানাডা বলে এসেছে, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।’ সূত্র: রয়টার্স

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর