[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

গাজায় স্কুলে বিমান হামলা, ৫০ জন নিহত

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
১১ নভেম্বার ২০২৩, ১১:২৮

ফাইল ছবি

অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির আল-বুরাক স্কুলে চালানো ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে।

গাজার বৃহৎ চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হামলার পর হাসপাতালে এসব মরদেহ নিয়ে আসা হয়।

তিনি বলেছেন, ’গাজার আল-নাসর এলাকার আল-বুরাক স্কুল থেকে ৫০ জন শহীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্কুলটিতে আজ সকালে ক্ষেপণাস্ত্র ও কামান হামলা চালানো হয়।’

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন থেকেই গাজায় নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।

এসব হামলায় এখন পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে চলা বিমান হামলায় সবমিলিয়ে ১১ হাজার ৭৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশু হলো ৪ হাজর ৫০৬ জন। এছাড়া ইসরায়েলিদের হামলায় আহত হয়েছেন আরও ২৭ হাজার ৪৯০ জন।

৭ অক্টেবর বিমান হামলা শুরুর পর ২৮ অক্টোবর থেকে গাজা উপত্যকায় স্থল হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। তারা এখন গাজা সিটির ভেতর অবস্থান করছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দখলদার ইসরায়েলি সেনারা শুক্রবার গাজার আল-শিফাসহ তিনটি হাসপাতালকে ঘিরে ধরেছে এবং হাসপাতালগুলোর আশপাশে হামলা চালিয়ে যাচ্ছে।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর