[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
২১ অক্টোবার ২০২৩, ১৮:৪৮

৪ বছর পর দেশে ফেরেন নওয়াজ শরীফ। ছবি: ডন

টানা চার বছর যুক্তরাজ্যে স্বেচ্ছানির্বাসন শেষে পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাকে বহনকারী প্লেনটি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে। পাকিস্তানি গণমাধ্যম দ্যা ডন ও জিও টিভি এ খবর জানিয়েছে।

এ সময় নওয়াজকে বরণ করে নিতে ইসলামাবাদ বিমানবন্দরে উপস্থিত হন তার আইনি সহায়তাকারী দলের সদস্য ও সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতার এবং তার রাজনৈতিক দলের নেতারা। তার আগমনের খুশিতে স্লোগান দিতে থাকেন পিএমএল-এন নেতারা ও কর্মীরা।

সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতার জানিয়েছেন যে নওয়াজের আগমনের পরে রাজনৈতিক এবং আইনী বিষয়ে পরামর্শ করা হবে।

এদিকে পিএমএল-এন দলের নেতা ইসহাক দার জানিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য নওয়াজ শরীফ আজ বিকেল ৫টায় মিনার-ই-পাকিস্তানে আয়োজিত সমাবেশে পৌঁছাবেন। ইতিমধ্যেই পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে কাফেলা আকারে লাহোরের মিনার-ই-পাকিস্তানে জড়ো হচ্ছেন তার দলের কর্মী-সমর্থকরা। সমাবেশে একত্রিত হয়ে তাদের নেতাকে অভ্যর্থনা জানাবেন তারা।

এর আগে দুবাই বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশে ফিরে আসার পর ‘সব ধরনের পরিস্থিতির’ মোকাবেলা করবেন বলে জানিয়েছিলেন নওয়াজ শরীফ। এছাড়া দেশে ফিরতে পেরে অনেক খুশি বলেও জানান তিনি।

তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নওয়াজকে অনেক আইনি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। এরপর তিনি আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া আইন পরিষদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

যদিও পর্যবেক্ষকরা বলছেন যে লাহোরের পরিবর্তে ইসলামাবাদে নওয়াজের অবতরণের কারণ হল, জামিনের জন্য রাজধানীতে তার উপস্থিতি প্রয়োজন ছিল। এর আগে গত ১৯ অক্টোবর ইসলামাবাদ হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর