[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

২৪ ঘণ্টায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
১৫ অক্টোবার ২০২৩, ১৬:৪৯

সংগৃহিত ছবি

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় চার শ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলায় এক হাজার পাঁচ শজন আহত হয়েছে। আজ রবিবার (১৫ অক্টোবর) সকালে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজা সিটিতে ২৬০ জন, উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে ৮০ জন এবং উত্তরাঞ্চলীয় জাবালেয়া শরণার্থীশিবিরে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন ফিলিস্তিনি।

এ ছাড়া বেইত লাহিয়া শহরে ১০ জন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে নিহত হয়েছেন আরো ২০ জন।

আলজাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২১৫ জনে। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত ৭০০ জন। হামলায় আহত হয়েছেন আরো আট হাজার ৭১৪ ফিলিস্তিনি।

এ ছাড়া গত সপ্তাহ থেকে পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

এদিকে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে এক হাজার ৩০০ জনে। আহত হয়েছে তিন হাজার ৪০০ জনের বেশি।

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে যুক্তরাজ্যের লন্ডনে হাজার হাজার মানুষ মিছিল করেছে।

ম্যানচেস্টারসহ যুক্তরাজ্যের আরো কয়েকটি শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর