[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে সৌদি আরব

নিরস্ত্র ফিলিস্তিনি যেন ইসরায়েলের লক্ষ্যবস্তু না হয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
৮ অক্টোবার ২০২৩, ২১:১৪

ফাইল ছবি

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে কথা বলেছেন। কোনো অবস্থাতেই ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক মানুষ যেন ইসরায়েলের লক্ষ্যবস্তু না হয়, সে বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। খবর আরব নিউজ।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন-ইসরায়েল পরিস্থিতি যেন আরও সহিংস না হয়ে উঠে, সেজন্য উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, রিয়াদ ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার নিন্দা জানায়।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার সকালে হঠাৎ করেই ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। হামাস যোদ্ধারা ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়লে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

এর জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। ইসরায়েল বলছে, হামাসের হামলায় আড়াইশ থেকে তিনশ ইসরায়েলি নিহত হয়েছেন।

অন্যদিকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ২৩২ জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার ৬১০ জন আহত হয়েছেন।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর