[email protected] শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করার হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইজরায়েলের বিমান হামলায় ২৩৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
৮ অক্টোবার ২০২৩, ০৯:৫০

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। শনিবার চালু হওয়া এই বিমান হামলায় এখন পর্যন্ত ২৩৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আরও ১ হাজার ৬০০ ফিলিস্তিনি বেসামরিক আহত হয়েছেন। খবর আলজাজিরার।

এর আগে চালু হওয়া ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আক্রমণে ২৫০ ইসরায়েলির নিহত হয়। যদিও ইসরায়েল বলছে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩০০ এর বেশি। আহত ছাড়িয়েছে হাজারের বেশি। এছাড়া বহু ইসরায়েলি সেনাকে বন্দী করেছে হামাস।

এদিকে হামাসের হামলার জবাবে যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু।

রাতভর নির্বিচারে চালানো বোমা হামলায় অন্ধকারে রাত কাটিয়েছে ফিলিস্তিনিরা। গাজায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে দেশটির ২২টি স্থানে বন্দুকযুদ্ধ চলছে হামাসের সঙ্গে। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর