[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী মোহাম্মদ মুইজু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৩, ০১:১৭

মোহাম্মদ মুইজু

মালদ্বীপে ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বিরোধী দলীয় প্রার্থী মোহাম্মদ মুইজু (৪৫)। দ্বিতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফলে তাকে জয়ী ঘোষণা করা হলো।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সান এমবি।

প্রতিবেদনে আরও বলা হয়, দ্বিতীয় দফার নির্বাচনে দুই লাখ ৮২ হাজার ৮০৪ জনের ভোট দেওয়ার কথা ছিল। তবে নির্বাচনে ভোট দানের হার ছিল ৮৬ শতাংশ, যা প্রথম দফার ৭৯ শতাংশের চেয়ে বেশি। প্রাথমিক ফলাফলে মোহাম্মদ মুইজু ৫৩ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন।

এছাড়া সরকার সমর্থিত এমডিপির বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ (৬১) ভোট পেয়েছেন ৪৬ শতাংশ। মোহাম্মদ মুইজুর চেয়ে সাত শতাংশ পিছিয়ে আছেন তিনি।

মোহাম্মদ মুইজু গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম দফার ভোটেও ৪৬ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন। তিনি এর আগে মালে সিটির মেয়রের দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে তার বিজয়ে মেয়রের পদ শূন্য হয়ে পড়েছে।

উল্লেখ্য, ভারত মহাসাগরের মাঝে কৌশলগত একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মালদ্বীপ। এটি বিশ্বের ব্যস্ততম পূর্ব পশ্চিম শিপিং লেনগুলোর একটি। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর