infomorningtimes@gmail.com শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬, ২৬শে পৌষ ১৪৩২

ভারতে হাত-পা বাঁধা বাংলাদেশি তরুণীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বার ২০২৩, ২১:০২

ফাইল ছবি

ভারতের সীমান্তে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে ওই তরুণী বাংলাদেশের নাগরিক। মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার স্বরূপ নগর সীমান্ত লাগোয়া গুনরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।  খবর সমকাল।

পুলিশ জানায়, ওই বাংলাদেশি তরুণী বেশ কিছুদিন আগে দালালের সহয়তায় কাজের খোঁজে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। এরপর পাচার হয়ে যান ভারতের মুম্বাইয়ের নিষিদ্ধ পল্লীতে। সেখানেই কাজ করতেন তিনি।

পুলিশের ধারণা, মুম্বাই থেকে কোনমতে বেরিয়ে এসে সোমবার গভীর রাতে নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে ফের বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন ওই তরুণী। সেসময়ে দালালের খপ্পড়ে পড়েন তিনি। তারাই হয়তো তাকে হত্যা করেছে। 

স্থানীয়রা জানায়, কাকরোল ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

পুলিশ জানায়, বাংলাদেশি ওই তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এরপর তার ওড়না দিয়ে ‍মুখ পেঁচিয়ে আগুন দেওয়া হয়েছে। 

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর