[email protected] শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত অন্তত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বার ২০২৩, ১৫:৩৪

সংগৃহীত ছবি

সুদানের রাজধানী খার্তুমে একটি মার্কেটে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। এই হামলায় আরও ৭০ জন গুরুতর আহত হয়েছেন।

রোববারের (১০ সেপ্টেম্বর) এই হামলায় ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

এসব তথ্য নিশ্চিত করেছে স্থানীয় চিকিৎসক এবং বশির ইউনিভার্সিটি হাসপাতাল। তাদের দাবি, ক্ষমতার দখলকে কেন্দ্র করে মায়ো এলাকায় সেনাবাহিনী এবং আধা সামরিক বহর- আরএফএফ’র মধ্যে চলছিল সংঘাত। একপর্যায়ে প্রতিপক্ষকে কোণঠাসা করতে লোকালয়ে ড্রোন অভিযান চালায় সামরিক বাহিনী। অবশ্য হতাহতদের সবাই বেসামরিক কিনা; সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

১৫ এপ্রিল থেকে আফ্রিকার দেশটিতে চলছে ক্ষমতা দখলের লড়াই। টানা ছয় মাসের সংঘাতে প্রাণ হারিয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। বাস্তুচ্যুত ৭১ লাখের কাছাকাছি। যাদের মধ্যে ১১ লাখ আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোয়।সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর