[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশি ছবিতে চুক্তিবদ্ধ হলেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ সেপ্টেম্বার ২০২৩, ০৩:৪৮

ছবি: সংগৃহীত

দিন কয়েক আগেই খবরটি জানায় কলকাতার আনন্দবাজার পত্রিকা। বাংলাদেশের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে ছবিটি যৌথ প্রযোজনার কি না—জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

এবার জানা গেল, প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা। চলতি বছরের ৭ মে চুক্তিবদ্ধ হন তিনি। সিনেমাটির নাম ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’। এটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা হিমু আকরাম। বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষে চুক্তিপত্রে সই করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

বিষয়টি নিশ্চিত করে হিমু আকরাম বলেন, ‘চলতি বছরের ৭ মে চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা। এর প্রায় ছয় মাস আগে তাকে গল্পটি পাঠিয়েছিলাম আমরা। গল্পটি পড়ে বেশ উৎসাহী হয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরই মধ্যে আমাকে দুইবার শিডিউলও দিয়েছিলেন স্বস্তিকা। কিন্তু চিত্রনাট্য মনের মতো তৈরি না হওয়ায় এখনো শুটিং শুরু করিনি।’

স্বস্তিকার বিপরীতে কাকে দেখা যাবে—এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, ‘আমাদের সিনেমার হিরো কে হবেন, সেটা নিয়ে আমরা এখনো ভাবছি। কারণ, চিত্রনাট্যের প্রয়োজনে সিনেমার নাম পরিবর্তন হতে পারে। বর্তমানে চতুর্থ পর্যায়ে সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। আর সিনেমায় যিনি নায়ক হবেন, তাকে পর্দায় তিনটি ডাইমেনশনে নিজেকে উপস্থাপন করতে হবে। তাই হিরো নির্বাচনের জন্য আমরা একটু সময় নিচ্ছি। তবে হিরো ঠিক হওয়ার পর খুব শিগগিরই আমরা তার নামটি প্রকাশ করব। সেই সঙ্গে বাকি অভিনয়শিল্পীদের নামও প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।’

গুঞ্জন উঠেছে, ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ সিনেমায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করবেন স্বস্তিকা। এ প্রসঙ্গে হিমু আকরাম বলেন, ‘চঞ্চলের সঙ্গে সিনেমাটি নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এখনো চুক্তিবদ্ধও হননি তিনি।’

এর আগে, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা ‘সবার উপরে তুমি’ ছবিতে অভিনয় করেন স্বস্তিকা। এতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এফ আই মানিকের পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল, সুচরিতা, আলীরাজ, কাবিলা, মিশা সওদাগর প্রমুখ। ভারতে ছবিটি ‘আমার ভাই আমার বোন’ শিরোনামে মুক্তি পায়। পরবর্তীতে ‘হ্যালো জিন্দেগি’ শিরোনামে হিন্দি ভাষায় ডাবিং সংস্করণ মুক্তি দেওয়া হয়।

 

বাংলা গেজেট/এমএএইচ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর