infomorningtimes@gmail.com রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৮শে পৌষ ১৪৩২

চঞ্চলের নায়িকা স্বস্তিকা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বার ২০২৩, ০৩:২২

চঞ্চল চৌধুরী ও স্বস্তিকা মুখার্জি

ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বাংলাদেশের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করবেন স্বস্তিকা।


ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, চঞ্চল চৌধুরীর বিপরীতে সিনেমা করতে রাজি হয়েছেন স্বস্তিকা। প্রযোজক নাকি ইতোমধ্যেই অগ্রিম সম্মানী দিয়েছেন অভিনেত্রীকে। তবে চঞ্চলের ডেট পেতে নাকি অসুবিধা হচ্ছে। তাই এখনও শুটিংয়ের সময় চূড়ান্ত হয়নি।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনো জানা যায়নি।

এই মুহূর্তে কলকাতায় রয়েছেন স্বস্তিকা। এখন নাকি এক মাসের বিরতি। তবে শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তাই আগামী সপ্তাহেই নাকি হবে অস্ত্রোপচার হবে। এক মাস বিশ্রাম নেওয়ার পর আবারও কাজে ফিরবেন এই অভিনেত্রী।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর