infomorningtimes@gmail.com রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৮শে পৌষ ১৪৩২

এ আর রহমানের তোপের মুখে সালমান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৩, ০৩:১২

ছবি: সংগৃহীত

বিশ্ব সংগীতের প্রভাবশালী নাম এ আর রহমান। এই অস্কারজয়ী সংগীত পরিচালকের সুর কেবলই মুগ্ধতা ছড়ায় শ্রোতামনে। সচরাচর দ্বন্দ্বে জড়াতে দেখা যায় না এ সংগীতজ্ঞকে। তবে একবার বলিউড তারকা সালমান খানকে ধুয়ে দিয়েছিলেন এ আর রহমান।

ঘটনাটি ২০১৪ সালের। সম্প্রতি এর একটি ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন সালমান ও রহমান। হঠাৎ করেই রহমানকে সালমান বলে ওঠেন, “রহমান একজন অ্যাভারেজ আর্টিস্ট।

সঙ্গে সঙ্গে বদলে যায় এ আর রহমানের মুখের অভিব্যক্তি। সালমান হেসে রহমানের হাত ধরার চেষ্টা করেন। ভাইজান হাত বাড়িয়ে দিলেও তাক হাত বাড়াতে দেখা যায়নি। কিন্তু সালমানও ছাড়ার পাত্র নয়। জ্যাকেটের ভিতর থেকে রহমানের হাতটা জোর করেই নিজে বের করে নিয়ে আসেন তিনি। এখানেই শেষ নয়, রহমানকে জিজ্ঞেস করেন, আমার জন্য কবে গান গাইবে? কিন্তু কোনো উত্তর দেননি এ সংগীতজ্ঞ।

ঘটনা এখানেই শেষ নয়। এরপর এক সংবাদ সম্মেলনে সালমানের জন্য কবে গাইবেন জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি যেরকম ছবি পছন্দ করি সে রকম ছবি সালমানকে আগে করতে হবে। তখনই ওর সঙ্গে কাজ করতে পারব।

 

বাংলা গেজেট/এমএএইচ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর