প্রকাশিত:
৩১ মার্চ ২০২৫, ১৮:৫২
এসময়ের দর্শকপ্রিয় তরুণ নির্মাতা ও চিত্রনাট্যকার মারুফ হোসেন সজীব। গত কয়েক বছরে অনবদ্য নির্মাণ করে নাট্যাঙ্গনে আলোচনায় এসেছেন। বর্তমানে নির্মাণে ব্যস্ত সময় পার করছেন এই তরুণ নির্মাতা।
তারই ধারাবাহিকতায় এবার ঈদে মারুফ হোসেন সজীবের পরিচালনায় 'খুশি' ও 'দুজন দুজনার'।
গল্পগুলোতে দুটোয় দেখা যাবে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী ইয়াশ রোহান, তানজিন তিশা, তানজিন সায়রা তটিনী, সুষমা সরকারসহ আরও অনেকে।
নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, আমার খুবই পছন্দের একটি গল্প। চিত্রনাট্য তৈরিতে অনেক সময় লেগেছে। শুটিং স্বল্প সময়ে করলেও আমরা আগেই প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। বাজেট সংকট থাকলেও গল্পের ক্ষেত্রে কোনো আপস করিনি।
তিনি আরও বলেন, ভালো গল্প বানানোর অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জীবনের যত দুঃখ-কষ্ট, পাওয়া না পাওয়া সবকিছুই গল্পের সঙ্গে জড়িয়ে থাকে। ভালো গল্প তৈরির জন্য আমি সবসময় চেষ্টা করছি।
মন্তব্য করুন: