infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২৭শে জানুয়ারী ২০২৬, ১৪ই মাঘ ১৪৩২

দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড জিতলেন মিথিলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ মে ২০২৪, ১২:৪২

ছবি : সংগৃহীত

সম্প্রতি দিল্লিতে বসেছিল ১৪তম দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল। উৎসবে ও অভাগী ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান মিথিলা। এ পুরস্কার পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। এ সিনেমাকে শুধু একটি সিনেমা হিসেবেই নয়, সামাজিক সচেতনতা ও সার্বিক মানবিকতার এক আঙ্গিকে তুলে ধরা হয়েছে।

এপ্রিলের শুরুতেই মুক্তি পেয়েছিল রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ও অভাগী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ অবলম্বনে তৈরি হয়েছে এ ছবি। এবার এ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা।

ইতোমধ্যে চলচ্চিত্রটি প্রশংসিত হওয়ার পাশাপাশি অনেকগুলো ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হওয়ার জন্য মনোনীত হয়েছে। সিনেমাটি নির্মাণের নেপথ্যে ছবির প্রযোজক ভারতীয় শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রবীর ভৌমিকের মূল উদ্দেশ্য ছিল বৃহৎ পরিসরে সমাজ সেবা করা। ইতোমধ্যে তিনি আটটি গ্রামকে দত্তক নিয়েছেন এবং একটি অনাথ আশ্রমও পরিচালনা করছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর