infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২৭শে জানুয়ারী ২০২৬, ১৪ই মাঘ ১৪৩২

ফেসবুক পেজ হ্যাক, উদ্ধারের পর যা জানালেন হানিফ সংকেত

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪, ১২:২৭

ছবি : সংগৃহীত

জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাকারদের কবলে পড়েছিল। তবে বেশিক্ষণ তারা পেজটি নিজেদের দখলে রাখতে পারেনি। খুবই অল্প সময়ের মধ্যে হানিফ সংকেতের কারিগরি দল পেজের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেন।

রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় হ্যাকাররা হানিফ সংকেতের পেজে একটি অনাকাঙ্ক্ষিত ছবিও পোস্ট করে। ১ কোটিরও বেশি অনুসারীর ফেসবুক পেজটি ফিরে পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানান হানিফ সংকেত।

এক পোস্টে তিনি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিছুক্ষণ আগে কে বা কারা আমার এই পেজটি হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে; যা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’

জনপ্রিয় এই উপস্থাপক আরও লিখেছেন, ‘আমাদের এই পোস্ট দেয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন। সে জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

প্রসঙ্গত, জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেন হানিফ সংকেত। পাশাপাশি নাটক নির্মাণেও সাফল্য রয়েছে তার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর