infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২৭শে জানুয়ারী ২০২৬, ১৪ই মাঘ ১৪৩২

ডিপজল-মিশাকে যা বললেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৪, ১২:৩৫

ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। শনিবার (২০ এপ্রিল) ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সদ্য বিদায়ী সভাপতি ইলিয়াস কাঞ্চন।

সব শিল্পীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এতে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, তাদের প্রাণবন্ত উপস্থিতিতে এফডিসি মুখরিত হয়ে উঠেছিল। আমার বিশ্বাস, এভাবেই এফডিসি আবারও প্রাণ ফিরে পাবে। ফ্লোরগুলো হয়ে উঠবে কাজের জন্য আলোকিত।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানাবো— কে জিতেছে, কে হেরেছে সেই প্রশ্নে যাবেন না। বরং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন। রাখবেন চলচ্চিত্রের বর্তমান সংকট কাটাতে গঠনমূলক ভূমিকাও।

এ সময় নেতৃত্বে না থাকলেও নির্বাচিত নেতাদের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন এই অভিনেতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর