প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪, ১১:৪৯
উপস্থাপনার পাশাপাশি মাঝেমাঝে অভিনয়েও দেখা যায় মৌসুমী মৌকে। মিষ্টি কথার জাদুতে যেমন মন ভোলান তেমনি অভিনয়েও মন রাঙান এই লাস্যময়ী। নতুন বছরের শুরুতেই ক্যামেরার সামনে দাঁড়ালেন। তবে সেটি আর নাটক নয়, ওয়েব ফিল্ম। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি। এর নাম ‘ত্রিভুজ’। মুনতাহা বৃত্তার চিত্রনাট্যে ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন আলোক হাসান।
সোমবার রাজধানীর উত্তরায় শুরু হয়েছে এর শুটিং, চলবে টানা আটদিন। প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন মৌ এবং তার সঙ্গে জুটি হিসেবে রয়েছেন সোহেল মণ্ডল।
পরিচালক জানান, এটি একদম সোশ্যাল ড্রামা বেজড গল্প যেখানে সমাজের তিন স্তরের তিন দম্পতির গল্প দেখানো হবে। যেখানে রয়েছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, নীতির দ্বন্দ্ব। সমাজের উচু, নিচু ভেদাভেদ। পুরো গল্পটা এগোবে একটা একসিডেন্টকে ঘিরে যেটার প্রভাব পড়ে বাকি দম্পতির জীবনে।
মৌসুমী মৌ বলেন, ‘নতুন বছরের শুরুটা হচ্ছে ওয়েব দিয়ে। এটি আমার প্রথম ওয়েব ফিল্ম। সবকিছু মিলিয়ে বছরটা বেশ সুন্দরভাবে শুরু হয়েছে, যার জন্য আমি অনেক বেশি আনন্দিত, উচ্ছ্বসিত। যদিও খুব বেশি অভিনয়ে সময় দেওয়া হয় না তারপরও একটু ভালো গল্প পেলে সেটার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি। এই ওয়েবের গল্পটাও চমৎকার। এখানে সোহেল মণ্ডল এবং আমি দম্পতি হিসেবে রয়েছি যাদের চরিত্রের নাম মালেক-চম্পা। পুরো গল্পটা আমাকে ঘিরেই সামনে এগোয় এবং অন্যান্যদেরকে প্রভাবিত করে। আপাতত এর বেশি কিছু না বলাই ভালো, নাহলে গল্প উন্মুক্ত হয়ে যাবে।’
‘ত্রিভুজ’ এ সোহেল-মৌ ছাড়া আরও অভিনয় করছেন শাহরিয়ার নাজিম জয়, আনিকা কবির শখ, ইমতিয়জ বর্ষণ, ফারিন খান ও ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। খুব শিগগিরই ওয়েব ফিল্মটি দীপ্ত ওটিটি প্লেতে উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন: