[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

খ্রিস্টান রীতিতে বিয়ে, কাঁদলেন আমির খান

এবি

প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৪, ১৬:২৫

ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরকে বিয়ে করলেন বলিউড সুপারস্টার আমির খানের কন্যা ইরা খান।

 

বুধবার (১০ জানুয়ারি) রাজস্থানের উদয়পুরের তাজ আরাভলি রিসোর্টে রাজকীয়ভাবে খ্রিস্টান রীতি অনুযায়ী বিয়ে করেন তিনি। এর আগে ৩ জানুয়ারি তাদের আইনি বিয়ে হয়।

 

তিন দিনব্যাপী এই বিয়ের অনুষ্ঠানে কোনো রকম কমতি রাখেননি আমির খান। ১০ তারিখ সন্ধ্যায় মেয়ে-জামাইকে আংটি বদল করতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না আমির খান। চোখের জল মুছতে রুমাল বার করলেন অভিনেতা। ইরার বিয়ের বেশ কিছু ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানেই দেখা যায়, মেয়ে-জামাইকে দেখে রুমাল দিয়ে চোখ মুছছেন আমির। পাশে সামাল দিচ্ছেন তাঁর সাবেক স্ত্রী রিনা। নিজে প্রাক্তন প্রথম স্ত্রী রিনা দত্তর সঙ্গে মাত্র ১০ রুপিতে বিয়ে করলেও তাদের প্রথম সন্তান তথা একমাত্র মেয়ে ইরা খানের বিয়েতে কিন্তু এলাহি আয়োজন করেছেন।

 

আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ের বিকেসি জিও সেন্টারে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবধর্না অনুষ্ঠান। যেখানে শাহরুখ-সালমান তো উপস্থিত থাকবেনই, তা ছাড়াও গ্ল্যামার দুনিয়া থেকে রাজনৈতিক ময়দানের একাধিক ব্যক্তিত্বরাও রয়েছেন আমন্ত্রিতের তালিকায়। তারকা খচিত বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে কনেপক্ষ হিসেবে আমন্ত্রণ গিয়েছে অজয় দেবগণ, বচ্চন পরিবার, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, জুহি চাওলা, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকারসহ আরও অনেক তারকার কাছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর