[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

মালাইকার সঙ্গে আরবাজের এমন আচরণে হতবাক নেটিজেনরা

এবি

প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৪, ১৮:১৭

ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সাবেক তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা আরোরা। অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ইতালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ। তবে সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি আরবাজের। অবশেষে সব ভুলে গত ২৪ ডিসেম্বর মেকআপ আর্টিস্ট শুরা খানকে বিয়ে করেন তিনি। বর্তমানে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় আরবাজ।

 

এদিকে আরবাজ নতুন করে সংসার মনোনিবেশ করলেও অনেকটাই নিঃসঙ্গ মালাইকা। একদিকে বড়দিনের আগের রাতে সাবেক স্বামীর বিয়ে। অপরদিকে পাশে নেই প্রেমিক অর্জুন কাপুর। এ ছাড়া মালাইকাকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন আরবাজ। আর বিয়ের পরই মালাইকার সঙ্গে আরবাজের এমন আচরণে হতবাক নেটিজেনরা। তাদের একাংশের মতে— নতুন জীবন শুরু করছেন বলেই হয়তো অতীতকে ফিরে দেখতে চান না আরবাজ। কিন্তু এখনও ইনস্টাগ্রামে আরবাজকে অনুসরণ করছেন মালাইকা।

 

বিচ্ছেদের পরও ছেলে আরহানকে তারা একসঙ্গে বড় করে তুলেছেন। ছেলের কথা ভেবেই এখনও একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। কিন্তু আরবাজের বিয়ের পর অনেকেই মনে করছেন, বদল ঘটেছে দুজনের সমীকরণে।

সূত্র : আনন্দবাজার


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর