infomorningtimes@gmail.com রবিবার, ২৫শে জানুয়ারী ২০২৬, ১২ই মাঘ ১৪৩২

ফাইটার’ লুকে হৃতিক-দীপিকা-অনিল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ০৩:৩৮

ছবি: সংগৃহীত

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে (১৫ আগস্ট) প্রকাশ হলো বলিউডের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘ফাইটার’-এর মোশন পোস্টার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুর।


শোনা যাচ্ছে, ‘ফাইটার’ হল বলিউডের প্রথম সিনেমা যেখানে ফাইট সিকুয়েন্স শুটিং হয়েছে মাঝ আকাশে।

মোশন পোস্টারটি শেয়ার করে দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে লেখেন, আমাদের গৌরবময় দেশের জন্য স্যালুট। ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের মুহূর্তে ফাইটার আসছে সিনেমাহলে। ২০২৪ সালের ২৫ জানুয়ারি। এই পোস্টে অনিল কাপুর আর হৃতিক রোশনকেও ট্যাগ করেন দীপিকা।

মোশন পোস্টার শুরু হচ্ছে রানওয়ের একটি দৃশ্য দিয়ে। প্রথমেই হৃতিক রোশনকে দেখা যায়। ভারতীয় পাইলটের লুকে ধরা দিয়েছেন হৃতিক। এরপর দীপিকাকেও পাইলটের ইউনিফর্ম পরে রানওয়ে ধরেই হেঁটে আসতে দেখা যায়। এক ঝলক দেখা মিলেছে অনিল কাপুরের। সেই মোশন পোস্টারের ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘সুজলং সুফলং’।

২০২৪ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মেগাস্টারদের ‘ফাইটার’। ‘পাঠান’-এর পরে নির্মাতা সিদ্ধার্থ আনন্দের কাছে তাই ভক্তদের প্রত্যাশাও বেড়ে গেছে। বিশ্বজুড়ে ১০০০ কোটির ব্যবসা করেছে ‘পাঠান’। এই সিনেমাটিও ব্যবসা সফল হবে, এমনটাই মনে করছেন ভক্তরা।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর