[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

দুই দিনে সালার-এর আয় ৩০০ কোটি

মর্নিং টাইমস

প্রকাশিত:
২৪ ডিসেম্বার ২০২৩, ২০:৩৬

ছবি : সংগৃহীত

আভাস ছিল, দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস অভিনীত ‘সালার’ বক্স অফিসে আয়ের রেকর্ড গড়বে। সিনেমাটি মুক্তির পর সেই পূর্বাভাসই যেন সত্য হল।

 

গত শুক্রবার (২২ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এই সিনেমা। প্রথমদিনেই ভারতজুড়ে সিনেমাটি আয় করেছে ৯৬ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ ৬৩ কোটি। ফলে দুই দিনে ভারতীয় বক্স অফিসে প্রভাসের এই সিনেমার আয় দাঁড়িয়েছে ১৫০ কোটির বেশি।

 

এটা তো গেল শুধু ভারতের হিসেব। বিশ্বব্যাপী ‘সালার’-এর দুইদিনের আয় আরও ১০০ কোটি। ফলে এখন পর্যন্ত এই সিনেমার মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ২৫০ কোটি। বাংলাদেশি মুদ্রায় যা ৩০০ কোটির বেশি। ‘সালার’ সবচেয়ে বেশি আয় করেছে তেলুগু সংস্করণ থেকে। এরপর হিন্দি, তামিল ও মালায়লাম। প্রায় ৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই ৫০০ কোটি রুপি বক্স অফিস কালেকশন ছুঁয়ে ফেলতে পারে।

 

প্রসঙ্গত, ‘সালার’ এর গল্প দুই বন্ধুর পরস্পরের শত্রুতে পরিণত হওয়া নিয়ে। অ্যাকশনে ভরপুর এ সিনেমায় শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্স আর চোখ ধাঁধানো সিনেমাটোগ্রাফি রয়েছে। প্রভাসকে এই সিনেমায় পুরোপুরি হিংস্র এক রূপে দেখা গেছে। প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’-এ প্রভাস ছাড়াও আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দিতে মুক্তি পেয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর